Sunday 29 April 2012

গ্যারি স্নাইডার-এর হিচহাইকু : 59Th pOst


সূর্যাস্ত, জায়গাটা ভাবনাচিন্তার
---
বসলুম---
অন্ধকার ঝাউবন
নোংরা; ঠান্ডা
কথা কইতে ভাল্লাগছে না

ওরা ওকে কাজে নেয়নি
তাই একা বসে জলখাবার খেলো
দুপুরের বাঁশি

মালগাড়ির ঝাঁটা থেকে জল ঝরছে
চাকা তোলার চকচকে হাতলে
সিসার ছিটছিট দাগ
কচি দেবদারু---
গীষ্মের বৃষ্টিতে ভিজছে

নিঃসঙ্গ শাদা ঘোড়া
গায়ে রশি ঝুলছে
খামার থেকে চল্লিশ মাইল দূরে

জলের ওপরে হাঁটছে পাহাড়টা
পাহাড় থেকে নামছে বৃষ্টি
জোরে জোরে ডাকছে
বাছুর
বৈঁচি ঝোপের ওপাশে

কয়েক সপ্তাহ ছাদ থেকে জল ঝরতে দেখে
আজ রাতে সারালুম
কেবল একটা পাটাতন সরিয়ে

একটা ট্রাক চলে গেছে
তিন ঘন্টা আগে
স্মোক-ক্রিক মরুভূমি

প্রাচীন মন্দিরের গায়ে চাঁদের আলো
ঘোড়ার শুকনো গু
ইথাকায় রবিবারের রাত্রিভোজ
ধনুক-ছিলার টংকার

সূর্যের আলোয় গাড়ি চালিয়ে
ঝকঝকে মণিভূষিত রাজপথ
ভাঙাচোরা আগ্নেয়-শিলা
১০
মালবাহী ভারি ট্রাক
শহরের মতন আলোকিত
অন্ধকার পাথুরে মরুভূমি হয়ে